জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ হত্যা মামলার ১০ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ (সোমবার, ১০ নভেম্বর) ১০ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ চলছে।

এর আগে সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ তিন দফায় পিছিয়েছে। পরে প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে আদালত আজ দিন ধার্য করেন।

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এ মামলায় আবু সাঈদকে গুলির ঘটনায় কনস্টেবল আমির, সুজনসহ ছয় আসামি বর্তমানে গ্রেপ্তার আছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি পলাতক রয়েছেন।

এদিকে, ট্রাইব্যুনাল-১ এ রামপুরা কার্ণিশে ঝুলে থাকা তরুণ আমিরকে গুলি ও আরও দুইজনকে হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় গ্রেপ্তার আসামি এসআই চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়েছে।

এফএস