এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের ঠিক আগেই ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন আনাসসহ ৬ জন। এ ঘটনায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে আসামি করে জুলাইতে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১।
আরও পড়ুন:
১১ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এরই ধারাবাহিকতা আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জুলাইয়ের অন্যতম সমন্বয়ক ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযুক্তদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে, হাবিবুর রহমানসহ বাকি চারজন পলাতক।





