মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামির স্বীকারোক্তি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ শেষে এ তথ্য জানানো হয়। এ মামলার তদন্ত ২২ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিন সিলেটে সাংবাদিক তোরাব হত্যা মামলা, কক্সবাজারে একরামুল হত্যা মামলার তদন্ত ২৪ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২।

আরও পড়ুন:

এছাড়া গাজীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন প্রসিকিউশন। 

আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুনঃসাক্ষ্য দিচ্ছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান। ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হয়।

এসএইচ