আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে ৪৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ করেছে প্রসিকিউশন। সেসব সাক্ষ্যে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন। শহিদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই দিনে আশুলিয়ায় সাতজনকে হত্যার মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে। এছাড়া উত্তরার ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ নয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ আরও ৭ জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।





