বলিভিয়ায় বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি

.
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যায় প্রাণ গেছে অন্তত ২৪ জনের। গৃহহীন কয়েক হাজার। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা পাজ অঞ্চল। অতিবৃষ্টির জেরে সেখানকার টিপুয়ানি শহরের নদীতে পানি বিপদসীমার উপরে।

বন্যার পানিতে শহর তলিয়ে যাওয়ায় সেখানকার গির্জায় আশ্রয় নিয়েছে নগরবাসী। দেশের নয়টি অঞ্চলের আটটিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

মাস জুড়ে পরিস্থিতি এমনই থাকবে বলে আভাস আবহাওয়াবিদদের।

এএইচ