দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

ব্রাজিলে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে বজ্রপাত!

বিমানে বজ্রাঘাত। শুনে আঁতকে ওঠার মতো ঘটনা হলেও দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে বজ্রপাত হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ব্রাজিলের সাও পাওলোতে, আন্তর্জাতিক গুয়ারুলহোস বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের লেজের অংশে হয় এ বজ্রপাত।

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটির লন্ডনে যাওয়ার কথা ছিল। বজ্রপাতের পর বিমানটির নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয় প্রশাসন।

হালকা ক্ষতি হলে তা সারিয়ে নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর গন্তব্যে রওনা দেয় বিমানটি।

এএইচ