ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প অনুভূত
ভূমিকম্প অনুভূত | ছবি: সংগৃহীত
0

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৫৬ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল সিনাবাং শহরের ৪৫ কিলোমিটার দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পটি এমন এক সময়ে আঘাত হেনেছে যখন ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়।

আরও পড়ুন:

যার ফলে এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকিতে পড়ে। এছাড়া আচেহ প্রদেশের বিভিন্ন অংশে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইএ