দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

আর্জেন্টিনায় প্রাইভেট বিমান বিধ্বস্তে নিহত ২

আর্জেন্টিনার সান ফার্নান্দো শহরে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ দু’জন নিহত হয়েছেন।

উরুগুয়ে থেকে আসা বিমানটি রাজধানী বুয়েনস এইরেসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়।

পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাঝারি আকারের বিজনেস জেটটি একটি পরিবারের ব্যক্তি মালিকানাধীন ছিল।

বিধ্বস্তের আগে বিমানটি প্রায় ৩৪ মিনিট আকাশে ছিল। গেল আগস্টে একই ধরনের বিমান দুর্ঘটনায় আরেকজন প্রাণ হারান।

এএম