দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় বজ্রসহ ঝড়ে প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের।
রোববার (১৭ ডিসেম্বর) ঝড়ের সময় অঞ্চলটির আটলান্টিক উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি। ঝড়ের আঘাতে ভেঙে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি, ল্যাম্পপোস্ট, উড়ে গেছে অনেক বাড়ির ছাদ।
এসময় একটি দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৩ জন। ঘটনার কিছু সময় পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। ভুক্তভোগী পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।