কানাডায় উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

জীবনযাপন , ধর্ম
বিদেশে এখন
0

যথাযথ মর্যাদা আর মহাসমারোহে কানাডায় উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। কানাডায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয়েছে দেবীর আরাধনা বা বসন্ত পঞ্চমী।

কানাডার হিন্দু মন্দির, টরোন্টো দুর্গা বাড়ি, টরোন্টো কালি বাড়ি ছাড়াও মন্ট্রিয়াল, ভ্যানক্যুভার, অটোয়া, ব্রেম্পটন, মিসিসিউগাসহ বিভিন্ন শহরেই রোববার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলে এই পূজা।

দেবীর মহাস্নান, ভোগ, পুষ্পাঞ্জলি, আরতির মধ্য দিয়ে পূজা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হাজার হাজার ভক্ত অনুরাগী ও শিক্ষার্থীদের বেদমন্ত্র উচ্চারণে মুখরিত হয় পূজাপ্রাঙ্গন।

প্রসাদ বিতরণ ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা স্নিগ্ধতা ছড়ায় উপস্থিত সবার মনে। বিদ্যাদেবীর সামনে কয়েকশ শিশুর হাতেখড়ির মধ্য দিয়ে জীবনের প্রথম পুস্তক শিক্ষার সূচনা হয়।

এবারের পঞ্চমী তিথি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পূজা আয়োজনকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল অনেকটাই বেশি।

ইএ