ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করলেন ট্রাম্প

0

ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এবার এ সিদ্ধান্ত নিলেন তিনি।

যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারে সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সহযোগিতা বন্ধ থাকবে। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। 

এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র।

ইএ