উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৮

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েট শহরে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে আটজনের। দু'টি বাড়িতে চালানো হয় এ হত্যাকাণ্ড।

ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং হত্যাকারী তাদের পূর্বপরিচিত কেউ। এই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে রোমিও ন্যান্স নামের ২৩ বছরের এক যুবক আত্নহত্যা করেছে বলেও জানা গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। একদিন আগেই জোলিয়েটের আরও দুই এলাকায় গোলাগুলির খবর পায় পুলিশ, যাতে প্রাণ যায় এক ব্যক্তির। ধারণা করা হচ্ছে, সবগুলো ঘটনায় হামলাকারী একজনই। কারণ হিসেবে বলা হচ্ছে, একই নম্বরপ্লেটের একটি গাড়ির কথা।

মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন সপ্তাহেই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলার শিকার হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ; এলোপাতারি গুলির ঘটনার ঘটেছে ২৭টি।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর