যুদ্ধবিধ্বস্ত গাজায় চলছে শিশুদের টিকাদান কর্মসূচি

গাজার শিশুদের টিকাদান কর্মসূচি
গাজার শিশুদের টিকাদান কর্মসূচি | ছবি: সংগৃহীত
0

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলছে শিশুদের টিকাদান কর্মসূচি। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

যুদ্ধের কারণে টিকা না পাওয়া ৪৪ হাজারেরও বেশি শিশুকে এ সময়ের মধ্যে টিকা দেয়া হবে। এ কর্মসূচির আওতায় আছে হাম, পোলিও এবং নিউমোনিয়ার টিকা।

আরও পড়ুন:

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি চলছে। দুই বছরের সংঘাতে নিয়মিত টিকাদান, পুষ্টি সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে গাজার লাখ লাখ শিশু।

সহযোগিতা সংস্থাগুলোর আশা এবার অন্তত টিকাদান কর্মসূচি থেকে বাদ যাবে না এ শিশুরা।

এসএস