ইসরাইলি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আল জাজিরাকে জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল (সোমবার, ৩ নভেম্বর) রাতে সাবেক সামরিক প্রসিকিউটর মেজর জেনারেল ইয়িফাত তমার-ইয়েরুশালমিকে রাজধানী তেল আবিব থেকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
আরও পড়ুন:
এর আগে বন্দিদের গোপন ভিডিও ফাঁসের পর এর দায় স্বীকার করে আত্মগোপন করেন সাবেক সামরিক প্রসিকিউটর। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৪ সালে দক্ষিণ ইসরায়েলের সেদে তেইমেন সামরিক কারাগারে এ নির্যাতনের ঘটনা ঘটে।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সাবেক অ্যাডভোকেট জেনারেল বিরুদ্ধে প্রতারণা, আস্থাভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, বিচারপ্রক্রিয়ায় বাধা ও সরকারি তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে।
ভিডিও ফাঁসের এ ঘটনাকে দেশের ইতিহাসে গুরুতর ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।





