ইরানি মিসাইল প্রতিহত করতে ইসরাইলের সক্ষমতা আর মাত্র ১০-১২ দিনের: ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানি মিসাইল
ইরানি মিসাইল | ছবি: সংগৃহীত
0

আর মাত্র ১০ থেকে ১২ দিনের দূরপাল্লার ইরানি মিসাইল প্রতিহতের সক্ষমতা রয়েছে ইসরাইলের। মার্কিন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন ছেপেছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ঘাটতি পূরণের চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্রের কাছে অ্যারো ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরের মজুতও সীমিত।

ইরানের ছোড়া একের পর এক মিসাইলের আঘাতে লন্ডভন্ড ইসরাইল। আইডিএফ ৮০ শতাংশ মিসাইল প্রতিহতের দাবি করলেও সরেজমিনে মিলছে ভিন্ন তথ্য। ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত।

ইসরাইলের তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ অ্যারো ডিফেন্স সিস্টেম। অথচ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর এখন শেষের পথে। আর মাত্র ১০ থেকে ১২ দিনের দূরপাল্লার ইরানি মিসাইল প্রতিহতের সক্ষমতা রয়েছে ইসরাইলের। শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলের সংকট সম্পর্কে অবগত রয়েছে যুক্তরাষ্ট্র। গেলো কয়েকমাস ধরে তেল আবিবের ঘাটতি পূরণে কাজ করছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের কাছে অ্যারো মিসাইলের ইন্টারসেপ্টরের মজুতও সীমিত। এর মধ্যে বর্তমান সংঘাত সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শীঘ্রই সহায়তা না এলে বেছে বেছে মিসাইল প্রতিহত করতে হবে আইডিএফকে। যদিও মিসাইল ইন্টারসেপ্টর সংকটের বিষয়টি এড়িয়ে গেছে ইসরাইল। স্বল্পমূল্যের ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোনকে ঠেকাতে ছোড়া অ্যারো ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরের খরচ ৩০ লাখ ডলার।

ইসরাইল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা উজি রুবিন, ‘আমরা স্বল্পমূল্যে সিস্টেম তৈরি করতে চেয়েছিলাম। কারণ আমাদের এগুলো বিপুল সংখ্যায় প্রয়োজন ছিল। তবে এ কারণে সফলতার হার ১০০ শতাংশের নিচে নেমে যায়। অনেক সময় এটি ৮০ থেকে ৯০ শতাংশ সফল হিসেবে কাজ করে।’

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ইসরাইলের রয়েছে অ্যারো-২ ও অ্যারো-৩ সিস্টেম। শত্রুর মিসাইলকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে অ্যারো-২। অন্যদিকে অ্যারো-৩ কাজ করে বায়ুমণ্ডলের বাইরে, অর্থাৎ মহাকাশ স্তরে। যেখানে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র নিরাপদে ধ্বংস করা যায়।

এসএস