অবরুদ্ধ উপত্যকাটিতে হামলার পাশাপাশি অভিযানের তীব্রতাও বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। এবার রাফাহ শহরের দক্ষিণপ্রান্ত থেকে বাসিন্দাদের সরে যেতে বাধ্য করছে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ।
ইসরাইলি প্রধানমন্ত্রী নির্দেশে গেল তিন সপ্তাহ ধরে গাজায় বন্ধ আছের ত্রাণ সরবরাহ। একের পর এক হাসপাতাল ধ্বংস হওয়ায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। ব্যথা উপশমকারী ওষুধ ফুরিয়ে যাওয়ায় নূন্যতম স্বাস্থ্যসেবাও দিতে পারছেন না চিকিৎসকরা।
এদিকে অস্ত্রবিরতির শর্ত অমান্য করে আবারও লেবাননের বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে লোহিত সাগরের কামারন দ্বীপে ইয়েমেনের হুথিদের ঘাঁটিতে পরপর দু'টি অভিযান চালিয়েছে ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র।
এরআগে ইয়েমেনি এই সংগঠনকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা বন্ধ না হলে চরম পরিণতি ভোগ করতে হবে হুথিদের।