তুরস্কে সাতদিনে ১৫শ' বিক্ষোভকারী আটক

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তার আর সাজার প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে এখনও উত্তাল তুরস্ক। সাতদিনে আটক এক হাজার ৫০০ ছাড়িয়েছে।

পুলিশের বাঁধা উপেক্ষা করে সপ্তম রাতের মতো আঙ্কারায় বিক্ষোভে অংশ নেন হাজারও মানুষ। এসময় পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। টিয়ারগ্যাস, পিপার স্প্রে ও জলকামান ছুঁড়েও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের দখল নিতে পারছে না পুলিশ।

বিবিসি বলছে, ২০১৩ সালের পর এই প্রথম এত বড় বিক্ষোভ দেখল তুরস্ক। গেল ১৯ মার্চ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামলুকে গ্রেপ্তারের পর থেকেই উত্তাল তুরস্ক।

বলা হচ্ছে ২০২৮ এ অনুষ্ঠাতব্য প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি।

এসএস