যুক্তরাষ্ট্র সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ওয়াশিংটন-রিয়াদ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘুরে দেখেন তিনি।

এরপর বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথের সঙ্গে। সেসময় তিনি জানান, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এক সঙ্গে কাজ করতে চায় সৌদি-যুক্তরাষ্ট্র।

এছাড়া সন্ত্রাস দমনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চান বলেও উল্লেখ করেন তিনি। দুদেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের এ বৈঠকে কথা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি নিয়েও।

এএম