মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

হামাসের শীর্ষ নেতা কাসাবকে হত্যার দাবি আইডিএফের

হামাসের শীর্ষ নেতা ইজ আল দীন কাসাবকে হত্যার দাবি করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরাইলি সেনাবাহিনী। আইডিএফ জানায়, গেল শুক্রবার (১ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শহরে বিমান হামলায় হামাসের ঐ নেতা নিহত হয়েছে।

এদিকে স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) ভোররাত থেকে মধ্য ইসরাইলে বেশ কয়েকটি রকেট হামলা হয়েছে। বিশেষ করে তিরা শহরের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত কয়েছে ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন।

দেশটির গণমাধ্যমের দাবি, ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানা রকেটগুলো লেবানন সীমান্ত থেকে ছোড়া হয়েছে। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলে দু'টি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অর্ধশতাধিকই শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া গাজায় চলমান অভিযান ও সেখানকার বাসিন্দাদের বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়ায় পোলিও টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

এসএস