তিনি বলেন, ‘লেবাননের হিজবুল্লাহ আর ইরাকের সশস্ত্র গোষ্ঠীর সহযোগিতায় যৌথভাবে শত্রুপক্ষকে প্রতিহত করবে হামাস।’
গাজায় প্রায় ১২ মাস ধরে চলা ইসরাইলের রাজনৈতিক পরিকল্পনা ভেঙে দেবে তাদের যৌথ বাহিনী।
এদিকে গাজায় ইসরাইলের সেনা আগ্রাসনে উপত্যকায় নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইসরাইলকে সতর্ক করলেও প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলছেন, যুদ্ধের লক্ষ্য আরও সম্প্রসারিত হয়েছে।