বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুর্কির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল গাজায় 'নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ প্রবাহ' শুরু না করা পর্যন্ত সব বাণিজ্য বন্ধ থাকবে। দু'দেশের মধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য চলমান ছিল।
তুর্কির এ ঘোষণার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, 'এরদোয়ান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ নষ্ট করছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও মানছেন না।'
নেতানিয়াহু নিজ দেশে উৎপাদন বৃদ্ধি ও তুর্কিয়ে বাদে অন্য দেশ থেকে আমদানির দিকে মনোনিবেশ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এর সঙ্গে দেশটির সাথে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।
এর আগে ২০১০ সালে গাজায় ইসরাইলের সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টায় তুর্কি মালিকানাধীন একটি জাহাজে ইসরাইলি কমান্ডোদের সাথে সংঘর্ষে ১০ ফিলিস্তিনপন্থী তুর্কি কর্মী নিহত হওয়ার পর তুর্কিয়ে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।
২০১৬ সালে সে সম্পর্ক পুনরায় গড়ে উঠলেও গাজা-ইসরাইল সীমান্তে বিক্ষোভের মুখে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হত্যাকাণ্ড নিয়ে বিরোধের জেড়ে দুই দেশ একে অপরের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করেছিল।