শুক্রবার সকালে হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন জেলেনস্কি।
বৈঠক চলাকালে ট্রাম্প অভিযোগ করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর উপক্রম করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য প্রস্তুত নন জেলেনস্কি।
আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, বৈঠক চলাকালে দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হতেও দেখা গেছে। এদিন, বৈঠক শুরুর আগে মার্কিন সিনেটরদের সাথেও সাক্ষাৎ করেছেন জেলেনস্কি।