ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ৫.২ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ৫.২ মাত্রার ভূমিকম্প
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ৫.২ মাত্রার ভূমিকম্প | Ekhon
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো শহরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় সময় সকাল ১০ টার দিকে এ ভূমিকম্প হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল সান ডিয়েগোর জুলিয়ান শহরে। যার উৎপত্তি মাটির ১৩ কিলোমিটার গভীরে। অবশ্য আগেই ভূমিকম্পের সতর্কবার্তা দিয়েছিলো মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ। এতে নিরাপদ আশ্রয় নেয় অনেকে। ভূমিকম্পের বেশ কয়েকটি আফটার শকও রেকর্ড করেছে।

শুধু বিকেলে নয়, আমেরিকার ভূবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সকাল ১০টা নাগাদ সান ডিয়েগোর কাছে ৫ দশমিক ২ মাত্রার একটি কম্পন প্রাথমিক ভাবে আঘাত হেনেছিল। যার উৎপত্তিস্থল ছিল সান ডিয়েগো থেকে প্রায় ২ মাইল গভীরে। অরেঞ্জ কাউন্টি, টেমেকুলা, ইনল্যান্ড এম্পায়ারের মতো এলাকাতেও কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে।

এএইচ