যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় মৃত মায়ের পেট থেকে শিশুর জন্ম

ফিলিস্তিনে ইসরাইলি বোমা হামলার মধ্যে ঘটলো অলৌকিক এক ঘটনা। মৃত মায়ের পেট থেকে জন্ম নিলো মেয়ে শিশু। গাজার রাফা শহরে রাতভর ইসরাইলি হামলায় সদ্যোজাত শিশুটির বাবা মাসহ ১৯ জনের মৃত্যু হয়।

শিশুটির ওজন দেড় কেজিরও কম। জরুরি সি সেকশনের মধ্য দিয়ে শিশুটিকে জীবিত বের করা হয়েছে মৃত মায়ের পেট থেকে। শিশুটির মা সাবরিন আল সাকানি ৩০ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা ছিলেন। শিশুটিকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই অপারেশন করেন কর্তব্যরত চিকিৎসক। সদ্যোজাত শিশুটিকে রাখা হয়েছে রাফার হাসপাতালে অন্যান্য শিশুদের সঙ্গে ইনকিউবেটরে।

আল-আমিরাতি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সালামা বলেন, 'জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। যদিও বাচ্চাটি সময়ের আগেই জন্ম নিয়েছে। তার অবস্থা কিছুটা সংকটাপন্ন ছিলো। চিকিৎসা দেয়ার পর অবস্থা আগের চেয়ে ভালো। এখনো আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। দুঃখের বিষয় শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর পরিবার তাকে নিতে আসবে না। জন্মই নিয়েছে এতিম হয়ে। ওকে বলা হচ্ছে শহীদের সন্তান।'

কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে রাখতে হবে আরও ৪ সপ্তাহ। ইসরাইলি সেনাবাহিনীর হামলায় প্রাণ গেছে শিশুটির পুরো পরিবারের। তবে সুস্থ হলেও বাচ্চাটির যাওয়ার কোন জায়গা নেই, কারণ জন্মগতই শিশুটিকে এতিম করে দিয়েছে ইসরাইলি সেনারা।

শিশুটির আত্মীয় রামি আল-শেখ বলেন, 'মায়ের বুকের দুধ পেলে বাচ্চাটি খুব দ্রুত সুস্থ হতো। কিন্তু ওর জন্য মায়ের বুকের দুধ পাবো কোথায়? ও সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। কোন কিছুই মায়ের কমতি পূরণ করতে পারবে না।'

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রাফা শহরে এ হামলায় প্রাণ গেছে আরও ১৩ শিশুর। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিলো।

গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের অর্ধেকই আশ্রয় নিয়েছে শরণার্থী শিবির রাফায়। ইসরাইলের হামলা থেকে বাঁচতে ছোট এই জায়গায় কোন রকমে দিন পার করছেন এখানকার মানুষ। ইসরাইল বারবারই বলে আসছে, রাফায় স্থল অভিযান চালাবে তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, রাফায় লুকিয়ে আছে হামাসের সদস্যরা। গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৪৮ জন ফিলিস্তিনির। ইসরাইলের দাবি, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর