নিহত ত্রাণকর্মীদের মধ্যে একজন ফিলিস্তিনি ও বাকি চারজন অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যের নাগরিক।
সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ত্রাণকর্মীরা গাজার দেইর আল বালাহ এলাকায় খাদ্য সরবরাহের পর এ ঘটনা ঘটে। নিহত সবাই যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সদস্য।
নিহতরা ডব্লিউসিকের লোগো সম্বলিত বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিলেন বলে বিবিসিকে জানিয়েছেন একজন ফিলিস্তিনি স্বাস্থ্যসেবা কর্মী।
গাজায় এ ধরনের নির্বিচার হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে ডব্লিউসিকে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।