গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরাইলি হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

0

পশ্চিম গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামাস বলেছে, এই হামলায় ১১২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) মহাসচিবের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলি একটি সূত্র ত্রাণ বিতরণের ভিড়ের ওপর সৈন্যদের গুলি চালানোর বিষয়ে স্বীকার করেছে। তবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্রের দাবি, অনেক মানুষ ত্রাণবাহী ট্রাকে চাপা পড়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, 'আমরা জানি না সেখানে ঠিক কী ঘটেছে। আমরা জানি না ইসরাইলি বন্দুকের গুলিতে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কিনা, তারা ভিড়ের মধ্যে পিষ্ট হয়েছে কিনা বা ট্রাক তাদের চাপা দিয়েছে কিনা। কিন্তু এসব এক অর্থে সহিংসতার জন্য ঘটেছে, এটা যুদ্ধের কারণে হয়েছে।'

তিনি বলেন, 'গাজার মরিয়া বেসামরিক নাগরিকদের জরুরি সাহায্যের প্রয়োজন, যার মধ্যে অবরুদ্ধ উত্তর গাজার লোকেরাও রয়েছে। যেখানে জাতিসংঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে সহায়তা দিতে পারেনি।'

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, 'গুতেরেস সংঘাতের এই মর্মান্তিক মানবিক বিপর্যয় দেখে হতবাক হয়েছেন।'

ইসরাইলি হামলায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পশ্চিম গাজার শেখ আজলিন এলাকার হারুন আল রশিদ সড়কে অসহায় গাজাবাসীর জন্য ত্রাণবাহী ট্রাকে খাবার এলে তা নেয়ার জন্য লাইনে দাঁড়ায় স্থানীয়রা। এসময় আচমকা ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে তাদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।

এসএস