মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইল ছুটছেন ভারতীয় হাজারো যুবক

বেকারত্বের চেয়ে মৃত্যুই সই। তাই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কাজের খোঁজে ইসরাইলে ছুটছেন হাজার হাজার ভারতীয় যুবক।

গাজা উপত্যকায় যুদ্ধের চার মাসে ব্যাপক জনবল সংকট দেখা দেয়ায় বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক নিচ্ছে ইসরাইল। আর সে প্রক্রিয়ার অংশ হিসেবেই বেকার যুবকদের লাইন লেগে গেছে ভারতের হরিয়ানায়।

১৪০ কোটি মানুষের ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। প্রায় সাড়ে সাত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সব দেশকে পেছনে ফেললেও দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটিতে নগরাঞ্চলেই বেকারত্বের হার সাড়ে ছয় শতাংশের বেশি। ২৯ বছরের কমবয়সী ১৭ শতাংশ কর্মজীবী বেকার।

এমন পরিস্থিতিতে দেশ ছাড়তে উন্মুখ ভারতের হাজার হাজার তরুণ। এমনকি সংঘাতকবলিত ইসরাইলে যেতেও 'না' নেই। গাজা উপত্যকায় যুদ্ধের চার মাসে ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতিও যখন ঝুঁকিপূর্ণ, তখন দেশটিতে জনবল রপ্তানিতে সম্প্রতি ভারতের হরিয়ানায় রাজ্য সরকারের অধীনে চলছিল শ্রমিক নিয়োগ কর্মসূচি। মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়েও সাক্ষাৎকার ও দক্ষতা যাচাইয়ের পরীক্ষার জন্য অপেক্ষা করতে দেখা যায় কয়েক হাজার তরুণকে।

ইসরাইল যেতে ইচ্ছুক এমন এক ব্যক্তি জানান, 'সবই টাকার জন্য। যদি আমরা এখানে বসেই আয় করতে পারতাম, তাহলে কেন আমরা দেশের বাইরে গিয়ে কাজ খুঁজবো? কেন কেউ দু'তিন দিন সময় নষ্ট করে আরেক জায়গায় সাক্ষাৎকার দিতে যাবে'?

রাজমিস্ত্রী, রঙমিস্ত্রী, পানি আর বিদ্যুতের লাইন মেরামতের কাজ জানা লোক, এমনকি কৃষকদেরও দেখা যায় ইসরাইলে যাওয়ার জন্য অপেক্ষারতদের সারিতে। যুদ্ধ চলছে জেনেও ইসরাইলে গিয়ে কিছু বাড়তি আয়ের মাধ্যমে ভাগ্যবদলের আশা তাদের। নির্মাণ ও নার্সিং খাতে ৪২ হাজার শ্রমিক নিতে গেলো বছরই ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ইসরাইল।

ইসরাইল যেতে ইচ্ছুক এমন আরেকজন জানালেন, 'ভারতে বেকারত্ব অনেক বেশি। সেজন্যই তো সবাই দেশের বাইরে চলে যাচ্ছে, তাই না? ইসরাইলে যুদ্ধ চলছে। কিন্তু কার কী করার আছে? আমাদের পেট খালি। তাই কাজ তো করতেই হবে'।

ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমের খবর, গাজার শাসকদল হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরাইলে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ। তাই জনবল সংকটে অচলাবস্থা দেখা দিয়েছে ইসরাইলের নির্মাণ খাতে। এ অবস্থায় চীন-ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৭০ হাজার বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে তেলআবিব।