মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

বড় বড় শহরে সৌদি সরকারের বিনিয়োগ

ভিশন-২০৩০ বাস্তবায়নে বড় বড় শহরে বিপুল অংকের বিনিয়োগ করছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় দাম্মামে অসংখ্য বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরতে আসছেন দর্শনার্থীরা।

জ্বালানি তেলনির্ভর সৌদি আরবের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণে ২০১৬ সালে ঘোষণা করা হয় ভিশন-২০৩০। পরিকল্পনা অনুযায়ী দেশটির সরকার কাজ করছে। ২০৩০ সালের মধ্যে অন্তত ১০ কোটি পর্যটককে আকর্ষণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এজন্য পর্যটন ও বিনোদন খাতে বিনিয়োগ করা হচ্ছে।

মক্কা, মদিনা ও রিয়াদের মতো বড় শহরগুলোর পাশাপাশি প্রাদেশিক শহরগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে।

প্রবাসীরা বলেন, খুব সুন্দর জায়গা, ঘুরতে এসে বেশ ভালো লাগছে। ছুটির দিনে পরিবার নিয়ে আমরা এখানে ঘুরতে আসি।

দাম্মামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ভলিবার্ড, আল ওতান ও সোয়াদি পার্কের পাশে অসংখ্য বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। তাই ঘুরতে আসা ব্যক্তিদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। তাই পর্যটন ও বিনোদনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অঢেল বিনিয়োগ করছে দেশটির সরকার।