যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

'ইয়েমেনের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র'

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে সামরিক মহড়ার আয়োজন করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পশ্চিমাদের আগ্রাসনের কারণে নড়েচড়ে বসেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তাই নিজেদের শক্তিমত্তার জানান দিতে মাঠে নেমেছ তারা।

শনিবার ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের 'সাদা' প্রদেশে বিশাল এক সামরিক মহড়া করে হুতি গেরিলারা। এরপর নিজেদের অফিসিয়াল সাইটে মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে তারা।

সেখানে দেখা যায় 'মর্টার সেল' ব্যবহারে পারদর্শিতা দেখাচ্ছে হুতি সদস্যরা। একই সঙ্গে আদিম কায়দায় যুদ্ধ করার অনুশীলন করছেন।

গেল ৭ অক্টোবর থেকে গাজায় হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পরই উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরাইল ও এর মিত্র দেশ যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার পাশাপাশি থাবা বসিয়েছে লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকের ওপর।

তবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র মুহাম্মাদ আব্দুল্লাহ জানিয়েছেন লোহিত ও আরব সাগরে এখনও পর্যন্ত তাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের হামলায় তারা কোনভাবেই পিছু হটবে না।

গাজায় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ না করলে কোনভাবেই লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল করতে দেবে না বলেও পুণরায় হুঁশিয়ারি দেয় হুতি গেরিলারা। যদিও পেন্টাগনের দাবি ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হামলার ইতিবাচক ফলাফল আসতে যাচ্ছে।

এ অঞ্চলের সার্বিক দিক পর্যবেক্ষণের পর ইয়েমেনের জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত 'হ্যান্স গ্রুনবার্গ' বলেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তাই সবাইকে সংযত হওয়ার হুঁশিয়ারি তার।

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন ইয়েমেনের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র। তবে লোহিত সাগর থেকে হুতিদের সরানো খুব দরকার। তাই হুতিদের অস্ত্র ভাণ্ডার ধ্বংসে কাজ করছে তারা।