মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

আল-আকসায় নামাজ পড়ায় কঠোর বিধিনিষেধ

পবিত্র আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ ও নামাজ পড়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল।

পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদটিতে একসাথে ৫০ হাজারের বেশি মানুষের নামাজ পড়ার জায়গা রয়েছে। কিন্তু ইসরাইলি সেনাদের বাঁধায় শুক্রবার (৫ জানুয়ারি) আল-আকসার জুম্মার নামাজের জমায়েতে অংশ নিতে পারেননি বেশিরভাগ ফিলিস্তিনি। মাত্র ১৫ হাজার মানুষ এদিন আল-আকসায় জুম্মার নামাজ পড়েন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলা ও গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনের শুরু থেকেই আল-আকসায় মুসল্লিদের প্রবেশে বাধা দেয়া হচ্ছিল। কিন্তু শুক্রবার থেকে আরও কঠোর করা হয় নিষেধাজ্ঞা। কেবল বয়স্ক মানুষদের মসজিদে ঢুকে নামাজ পড়তে দেয়া হচ্ছে। মসজিদের বিভিন্ন প্রবেশপথে মুসল্লিদের ওপর এদিন ইসরাইলি পুলিশ হামলা চালায় বলেও জানান ভুক্তভোগীরা। এ ঘটনায় মসজিদের বাইরে দাঁড়িয়েই জুম্মার নামাজ আদায় করেন অনেক মুসল্লি।

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর