লোহিত সাগরের পরিবর্তে বিকল্প নৌপথে ঘুরে যাচ্ছে সাড়ে তিন হাজার কোটি ডলারের পণ্যবাহী বিপুলসংখ্যক বাণিজ্যিক জাহাজ। ইসরাইল-হামাস সংঘাতে ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে এমন পরিস্থিতি।
সিএনবিসি'র প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে যাওয়ার কথা থাকলেও হামলার আশঙ্কায় পথ বদলেছে কমপক্ষে ৫৭টি কন্টেইনারবাহী জাহাজ। গন্তব্যে রওনা দিয়েছে আফ্রিকার দক্ষিণ প্রান্ত হয়ে অনেকটা ঘোরা পথে। এতে বাড়ছে পণ্য পরিবহণ খরচ ও সময়। পণ্য সরবরাহে দুই থেকে চার সপ্তাহ বিলম্বের কথা জানিয়েছে ড্যানিশ শিপিং সংস্থা মায়ের্স্ক। এশিয়া ও ইউরোপকে যুক্ত করা প্রধান নৌপথে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা হুমকিতে ফেলছে সারা বিশ্ববাণিজ্যকে। হামলার কারণে এ পথে জাহাজ চলাচল স্থগিত করেছে ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্সসহ কয়েকটি দেশের ১২টির বেশি বহুজাতিক শিপিং প্রতিষ্ঠান। লোহিত সাগরে হুতিদের হামলায় ইরানের বড় ধরনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।