গাজায় ইসরাইলের বর্বরতা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব মাত্রা। পশ্চিমতীরের তুলকারেমে তিন ফিলিস্তিনিকে গুলিবিদ্ধ করার পর তাদের ওপর দিয়ে সামরিক যান চালিয়ে হত্যা করা হয়। গাজার মধ্যাঞ্চল আর দক্ষিণাঞ্চলে পুরোদমে চলছে সেনা অভিযান। পশ্চিমতীরে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এরমধ্যেই প্যালেস্টানিয়ান অথোরিটিকে কর রাজস্ব স্থানান্তরে অস্বীকৃতি জানিয়েছে তেল আবিব। এই করের ওপর নির্ভর করে অনেক সাধারণ মানুষের বেতন।
গাজায় ইসরাইলের ভয়াবহ সেনা অভিযানে মধ্যাঞ্চলে সক্রিয় একমাত্র হাসপাতাল এখন বন্ধ হওয়ার পথে। গাজায় হামাস নির্মূলের সংঘাতকে কেন্দ্র করে অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দমনে সিরিয়ার কার্গো ট্রাক, অবকাঠামো আর অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
দেশটির সেনাবাহিনী বলছে, সিরিয়া থেকে ইসরাইলে হামলা করা এক হামাস সদস্যকে হত্যা করেছে তারা। পাশাপাশি হত্যা করা হয়েছে হিজবুল্লাহ'র ঊর্ধ্বতন কমান্ডারকে।
ইসরাইলের সেনা অভিযান চলছে গাজার শরণার্থী শিবিরগুলোতেও। গাজায় ইসরাইলের সেনা অভিযানে এখন পর্যন্ত ১৮০ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, 'গাজায় অভিযানে ধীরগতি এসেছে, সেনা সদস্য কমিয়ে নিচ্ছে ইসরাইল। তবে গাজার উত্তরাঞ্চলে হামাসের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত আছে। যে কারণে ২০২৪ সালের পুরোটাই এই উপত্যকায় সেনা অভিযান চলবে।'
এমন অবস্থায় এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আবারও মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ সফর করবেন তিনি।