ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি ফ্রান্সের

ইম্যানুয়েল ম্যাক্রো
ইম্যানুয়েল ম্যাক্রো | ছবি: আল জাজিরা
0

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এ ঘোষণা দেন।

এসময় ম্যাঁক্রো বলেন, ‘গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। হামাসের হাতে থাকা অবশিষ্ট ৪৮ জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতির ওপর জোর দেন তিনি। 

গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাবের পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে ফ্রান্সের প্রস্তুতির কথাও জানান ম্যাঁক্রো।

আরও পড়ুন:

এসময় ফিলিস্তিনিদের অধিকার মানে ইসরাইলিদের অধিকার কেড়ে নেয়া নয় বলেও মন্তব্য করেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়ামসহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, এবার ফ্রান্সও যোগ দিল সেই তালিকায়।

এসএইচ