যুদ্ধ শুরুর পর প্রথমবার কুরস্ক অঞ্চল পরিদর্শনে পুতিন

.
ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কুরস্ক অঞ্চল পরিদর্শনে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে কুরস্ক অঞ্চলের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে দু'পক্ষ।

সামরিক পোশাকে উপস্থিত হয়ে কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। এ সময় তিনি তাদের বলেন, 'সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে শত্রুদের প্রতিহত করে এ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে।'

এর আগে রুশ সেনাপ্রধান পুতিনকে কুরস্ক অঞ্চলের রাশিয়ার অবস্থান সম্পর্কে জানান। যেখানে তিনি বলেছে এই অঞ্চলকে ঘিরে রেখেছে ইউক্রেনীয় সেনারা।

এরই মধ্যে কুরস্কের পাঁচটি বসতি নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের দাবি, তারা রুশ বাহিনীর ৩৩টি আক্রমণ প্রতিহত করেছে।

এসএস