পরিবেশ ও জলবায়ু , ইউরোপ
বিদেশে এখন
0

ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে মায়োট দ্বীপে প্রাণহানি হাজার ছাড়ানোর শঙ্কা

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কমপক্ষে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা কয়েকশ কিংবা হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা করছে প্রশাসন। ঝড়ে লন্ডভন্ড ফ্রান্সের দরিদ্র অঞ্চলটি। বিদ্যুৎহীনতার সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন কয়েকশ নিরাপত্তা বাহিনীর সদস্য।

ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে লন্ডভন্ড ফ্রান্সের মায়োট দ্বীপ। দৃশ্যমান ক্ষয়ক্ষতির চিহ্ন। তছনছ হয়ে মাটিতে লুটিয়ে আছে শতশত বাড়ি-ঘর, দোকানপাট, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।

ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটি এখন বিদ্যুৎহীন। বন্ধ যোগাযোগ ব্যবস্থাও। এ অবস্থায় কঠিন পরিস্থিতির মুখোমুখি বাসিন্দারা। খাবার, বিশুদ্ধ পানিসংকটে ধুঁকছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা। ঝড়ের সময় ও পরবর্তী কঠিন পরিস্থিতির কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী এক সংগীতশিল্পী এবং সুরকার।

তিনি বলেন, ‘প্রচণ্ড গতিতে ঝড় হয়েছে। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং চিৎকার করছিলাম। এখন আমাদের সাহায্য দরকার। আমাদের সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ নেই।’

প্রায় এক শতাব্দীর মধ্যে অঞ্চলটিতে এতো শক্তিশালী ঝড় দেখেনি বলে দাবি দেশটির আবহাওয়া বিভাগের। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা শত কিংবা হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা স্থানীয় কর্মকর্তাদের।

দ্রুত উদ্ধার কাজের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইতোমধ্যে কয়েকশ নিরাপত্তা বাহিনীর সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মায়োট, ফ্রান্সের স্থানীয় কর্মকর্তা ফ্রাঙ্কোইস জাভিয়ার-বিউভিল বলেন, ‘আমি মনে করি অবশ্যই সেখানে শতাধিক কিংবা হাজারের বেশি মানুষের প্রাণ যেতে পারে। আমরা অবশ্যই গণনা করার চেষ্টা করব। ঝড়ের সময় পরিবার-প্রিয়জন এবং সব সহকর্মীদের সাথে আমি আমার কমান্ড সেন্টারে ছিলাম।’

স্থানীয় সময় শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোনটি প্যারিস থেকে প্রায় ৮ হাজার কিলোমিটার দূরের দ্বীপটিতে আঘাত হানে।

আফ্রিকার পূর্ব উপকূল থেকে ৫০০ মাইল দূরে মায়োটে অন্তত ৩ লাখ মানুষের বসবাস। ১৮৪৩ সালে ফ্রান্সের উপনিবেশে আসা দ্বীপটি দেশটির সবচেয়ে গরিব এলাকা হিসেবে পরিচিত।

এএইচ