ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে মায়োট দ্বীপে প্রাণহানি হাজার ছাড়ানোর শঙ্কা
ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চিদো'র তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কমপক্ষে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা কয়েকশ কিংবা হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা করছে প্রশাসন। ঝড়ে লন্ডভন্ড ফ্রান্সের দরিদ্র অঞ্চলটি। বিদ্যুৎহীনতার সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন কয়েকশ নিরাপত্তা বাহিনীর সদস্য।