ইউরোপ
বিদেশে এখন
0

ঝড়ের কবলে রাশিয়ার দুই তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত

কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে রাশিয়ার দু'টি তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে অন্তত একজন নাবিকের। তেল ছড়িয়ে পড়েছে কের্শ প্রণালীতে।

জাহাজ দু'টি ধারণক্ষমতার সর্বোচ্চ, মোট আট হাজার ৬০০ টন তেল বহন করছিল বলে জানা গেছে। রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর্স অফিসের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ট্যাঙ্কারের সামনের অংশ পুরোপুরি ভেঙে মূল জাহাজ থেকে আলাদা হয়ে গেছে। পানিতে তেল ভাসছে।

ধারণা করা হচ্ছে, দ্রুত তীরে পৌঁছানোর চেষ্টার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায় জাহাজ দু'টি।

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী কের্শ প্রণালীতে ঘটে এ ঘটনা। ভেঙে পড়া জাহাজটি থেকে টাগবোট, একাধিক হেলিকপ্টার, অর্ধশতাধিক কর্মকর্তার সাহায্যে উদ্ধার অভিযানে বাঁচানো সম্ভব হয় ১৩ নাবিককে।

কিন্তু এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিরতি দেয়া হয় অভিযানে। উদ্ধারের অপেক্ষায় আছে আরেকটি জাহাজে থাকা ১৪ নাবিক।

এসএস