কৃষ্ণসাগরে ঝড়ের কবলে পড়ে রাশিয়ার দু'টি তেলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে অন্তত একজন নাবিকের। তেল ছড়িয়ে পড়েছে কের্শ প্রণালীতে।