প্রচণ্ড ঝড়ে পামান্দজি বিমানবন্দর 'ব্যাপক ক্ষতির' শিকার হয়েছে। ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে মায়োট উপকূলের ৩ লাখের বেশি বাসিন্দাকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
৭০টিরও বেশি স্কুল ও জিমকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের মায়োট উপকূলে সাইক্লোন চিদো'র তাণ্ডবে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চল লাগোয়া ফ্রান্সের এই এলাকার বাসিন্দারা গেল একশ বছরে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
প্রচণ্ড ঝড়ে পামান্দজি বিমানবন্দর 'ব্যাপক ক্ষতির' শিকার হয়েছে। ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে মায়োট উপকূলের ৩ লাখের বেশি বাসিন্দাকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
৭০টিরও বেশি স্কুল ও জিমকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে কর্তৃপক্ষ।
এএইচ