চল্লিশ ঘণ্টা পরও জ্বলছে করাচির শপিং মলের আগুন, নিহত বেড়ে ১৪

করাচির শপিং মলে আগুন
করাচির শপিং মলে আগুন | ছবি: এএফপি
0

৪০ ঘণ্টার বেশি সময় পরও জ্বলছে পাকিস্তানের করাচির একটি শপিং মলের আগুন। এ ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার রাতে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে এলেও সোমবারও ধ্বংসস্তূপের বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পর পর আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠতে দেখা যায়।

আগুন পুরোপুরি নেভাতে আনতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের বিষয়ে তথ্য পেতে হটলাইন নম্বর খুলেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাতে গুল প্লাজা নামের ঐ শপিং মলের নিচ তলায় আগুনের সূত্রপাত। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

এএইচ