সাত দশকে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান, সিদ্ধান্ত মঙ্গলবার

সানায়ে তাকাইচি
সানায়ে তাকাইচি | ছবি: রয়টার্স
0

স্বাধীনতার সাত দশকের বেশি সময়ে প্রথমবার নারী প্রধানমন্ত্রীর জন্য দুয়ার খুললো জাপান। আগামী মঙ্গলবারের (২১ অক্টোবর) ভোটে জানা যাবে নারী সরকারপ্রধান হিসেবে সানায়ে তাকাইচির ভবিষ্যৎ। জোট সরকার গঠনে ক্ষমতাসীন এলডিপির সঙ্গে সম্মত হয়েছে ইশিন নামে পরিচিত ছোট ডানপন্থি সংগঠন। যদিও এলডিপির সাবেক মিত্রদের মতো মন্ত্রিসভায় থাকবে না দলটি।

জাপানে পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির হাতে রয়েছে ১৯৬টি। সরকার গঠনে ন্যূনতম ২৩৩টি আসন দরকার। আর তাই জোট সরকার গঠনের পথেই হাঁটতে হচ্ছে রক্ষণশীল এলডিপিকে।

জাপান ইনোভেশন পার্টি, স্থানীয়ভাবে ইশিন নামে পরিচিত ছোট একটি ডান ঘেঁষা সংগঠন এলডিপি'র সাথে জোট সরকার গঠনে সম্মত হয়েছে বলে রোববার জানায় সংবাদ সংস্থা কিয়োদো। সোমবার জোট চূড়ান্ত করে চুক্তি সই করবেন এলডিপি-প্রধান সানায়ে তাকাইচি ও ইশিন-প্রধান হিরোফুমি ইওশিমুরা। এলডিপি-ইশিন জোট বাঁধলে পার্লামেন্টে দল দু'টির যৌথ আসন সংখ্যা দাঁড়াবে ২৩১-এ। বাকি দুই আসনের জন্য ছোট ছোট নতুন দলের সহযোগিতা নিশ্চিতের চেষ্টা করছে এলডিপি।

আরও পড়ুন:

এলডিপি-ইশিন জোট গঠনের ফলে স্বাধীনতার সাত দশকের বেশি সময়ে প্রথমবার নারী প্রধানমন্ত্রীর সম্ভাবনা দেখছে জাপান। মঙ্গলবারের ভোটে জানা যাবে নারী সরকারপ্রধান হিসেবে সানায়ে তাকাইচি'র ভবিষ্যৎ। ইশিনের আইনপ্রণেতারা ভোট দেবেন তাকাইচিকে। ভোটে জিতলে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হবেন তিনি। চলতি মাসের শুরুতে জাপানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন তাকাইচি। করছাঁট ও জাতীয় বাজেটে ব্যয় বৃদ্ধির পক্ষে অবস্থান ৬৪ বছর বয়সী এই নেত্রীর।

জাপানের সাবেক কূটনীতিক কাজুহিকো তোগো বলেন, ‘রাজনীতি আর অর্থের সমন্বয় সবচেয়ে জটিল বিষয়। চোখে চোখ রেখে সব পক্ষকে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। নতুন পূর্বশর্ত হিসেবে ইশিন আইনপ্রণেতার সংখ্যা কমিয়েছে। এটা উল্লেখযোগ্য কারণ এতে আলোচনার মোড় কোনদিকে যাবে, তার আভাস পাওয়া কঠিন।’

এদিকে তাকাইচিকে পূর্ণ সমর্থন দিলেও তার দল এলডিপি'র সাবেক মিত্রদের মতো মন্ত্রিসভায় জায়গা পাবে না ইশিন। দলটিকে জোটে ভেড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অনুদান নিষিদ্ধ করা এবং জাপানের খাদ্য পণ্যের ওপর বিক্রয় কর শিথিলে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে এলডিপি। দুই বছর ধরে খাদ্য পণ্যে কর অব্যাহতির দাবি জানিয়ে আসছে ইশিন।

এসএস