পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের সম্মতি

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের সম্মতি | এখন
0

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছে ইরান। ওমানের মধ্যস্থতায় আগামী শনিবার সরাসরি আলোচনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আলোচনা হবে পরোক্ষ। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সামরিক সহায়তা দিতে রাশিয়া বাধ্য নয় বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী।

চিঠি চালাচালি থেকে হুমকি, অবশেষ সম্মতি। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় সম্মত ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন এমন তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আরাঘচি জানান, আগামী শনিবার ওমানের মধ্যস্থতায় হবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে আলোচনা পরোক্ষ হবে বলে দাবি করেছেন তিনি। সুযোগটিকে পরীক্ষা হিসেবে দেখতে চায় ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমি আগেই জানিয়েছি আগামী শনিবার ওমানে আমাদের আলোচনা হবে। তবে এটি পরোক্ষ আলোচনা। এ বিষয়ে অন্য কোনো প্রস্তাব মেনে নেয়া হবে না। চাপ প্রয়োগ কিংবা হুমকির মাধ্যমে আলোচনা সম্ভব নয়।’

যদিও এর কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে শনিবার। এসময় তিনি বলেন, চুক্তিতে রাজি না হলে তেহরানের জন্য দুর্দিন নেমে আসবে।

গেলো মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে পাঠানো চিঠিতে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় সম্মত হতে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় ইরানে বোমাবর্ষণের হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ইরানিদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন ইরান, রাশিয়া ও চীনের প্রতিনিধি। মস্কোয় অনুষ্ঠিত বৈঠকের এজেন্ডা জানানো হয়নি। তবে এর খানিক বাদেই রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানকে সামরিক সহায়তা দিতে বাধ্য নয় রাশিয়া। তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার সরাসরি বৈঠককে সমর্থনের কথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। আলোচনায় পারস্পরিক সম্মানের ওপর জোর দিয়েছে চীন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আগামী সপ্তাহে ওমানে আলোচনা হবে। রাশিয়া বিষয়টিকে স্বাগত জানাচ্ছে। কারণ এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনা যাবে।’

২০১৫ সাল পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তিতে সই করে ওয়াশিংটন। তবে দুই বছর বাদে ত্রুটিপূর্ণ ও এক পাক্ষিক উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে আনেন ডোনাল্ড ট্রাম্প।

এএইচ