মনোমুগ্ধকর প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা নামলো লুসাইল স্কাই ফেস্টিভালের
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শেষ হলো মনোমুগ্ধকর লুসাইল স্কাই ফেস্টিভাল। ড্রোন, বিমান আর চোখ ধাঁধানো ফায়ারওয়ার্কসের মধ্য দিয়ে রাঙিয়ে তোলা হয় আকাশ। উৎসব দেখতে ভিড় করেছিল হাজারো মানুষ। আয়োজকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বড় উৎসবগুলোর একটি লুসাইল স্কাই ফেস্টিভাল।