মালয়েশিয়ায় পাইপলাইন বিস্ফোরণের অগ্নিকাণ্ডে ৩৩ জন আহত

এশিয়া
বিদেশে এখন
0

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠের একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১ এপ্রিল) পুচং শহরে থাকা ১৬ ফুটের চেয়ে বেশি পাইপলাইনের লিকেজ থেকে বিশাল এ অগ্নিশিখা বের হয়।

দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাস পরিচালিত গ্যাস পাইপলাইন থেকে ঘটে এ দুর্ঘটনা।

আগুন লাগার পর পাইপলাইনটি মূল সংযোগ থেকে বিচ্ছিন্ন করার কথা জানিয়েছে পেট্রোনাস কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ।

এসএস