এর আগে গতকাল (শুক্রবার, ২৮ মার্চ) মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং জানান, শক্তিশালী কম্পনে নেপিদো, সাইগাইং, মান্দালয়সহ পাঁচটি শহরে ভবন ধসে ৭শ'র বেশি মানুষ আহত হয়।
জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও অংশীজনদের সহায়তায় এই সংকট মোকাবিলা করা হবে।
এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশি দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত অন্তত ১৬ জন।
আজ (শনিবার, ২৯ মার্চ) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানায় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডিমিনিস্ট্রেশন। এখনও পর্যন্ত ভবনের নিচে শতাধিক শ্রমিক আটকে আছে বলে জানা যাচ্ছে।
থাই সরকার জানিয়েছে, ভূমিকম্পের সময় ঐ ভবনে ৩২০ জন কর্মী থাকার কথা। বিবিসি'র তথ্য বলছে, শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডের যে কয়েকটি ভবন ধসের খবর পাওয়া গেছে তার সবগুলোই নির্মাণাধীন ছিল।