ইসরাইলি হামলায় গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রীর মৃত্যু

এশিয়া
বিদেশে এখন
0

ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ হামাস নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

গতকাল (রোববার, ২৪ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হওয়ার দাবি করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে, নাসের হাসপাতালে চিকিৎসা নেয়া কালে তাকে হত্যা করা হয়েছে।

এসএইচ