আরো ৪৮৭ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন

এশিয়া
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র থেকে আরও ৪৮৭ জন সম্ভাব্য অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন, জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান, প্রায় ৫শ' সম্ভাব্য ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত আদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন।

এর আগে গেল বুধবার ১০৪ ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলমান অভিবাসী গণপ্রত্যাবাসন কর্মসূচির অধীনে অবৈধ ভারতীয় বিতাড়নে এটি প্রথম ধাপ ছিল মার্কিন প্রশাসনের।

হাতে-পায়ে বেড়ি পরিয়ে যেভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে, তাতে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে।

নিজস্ব ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার অভিবাসীদের ফেরত না নেয়ায় ক্ষুব্ধ বিরোধীরা। যদিও আন্তর্জাতিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি।

এএইচ