দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। আগুন নেভানোর পর হাসপাতালের লিফট থেকে অচেতন অবস্থায় ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুসারে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অবস্থায় হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।