এশিয়া
বিদেশে এখন
0

গাজা-ইসরাইল যুদ্ধের এক বছর; প্রাণ গেছে ৪২ হাজার ফিলিস্তিনির

গাজা-ইসরাইল যুদ্ধের এক বছর পূর্ণ হলো আজ। এই এক বছরে প্রাণ গেছে ৪২ হাজার ফিলিস্তিনির। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি ভবন। ধীরে ধীরে যুদ্ধে জড়িয়েছে ইয়েমেন, লেবানন, ইরানসহ গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বজুড়ে আন্দোলন-বিক্ষোভও দমাতে পারেনি ইসরাইলি বাহিনীকে। জাতিসংঘ ও বিশ্বনেতাদের আহ্বানেও সাড়া দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

২০২৩ সালের ৭ অক্টোবর নাহাল ওজ নামে ইসরাইলের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫৩ জনকে জিম্মি করে হামাস। জবাবে সর্বাত্মক যুদ্ধের ডাক দেন ইসরাইল প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু। পরে ১০ লাখ বাসিন্দার গাজা উপত্যকায় হামলা করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

জিম্মিদের মুক্তি ও হামাস নির্মূলের নামে গাজায় এক বছর ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সংঘাত। রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি অব্যাহত আছে স্থল অভিযান। এক মাস পর ৬ দিনের যুদ্ধবিরতিতে মুক্তি পায় শতাধিক বন্দি। এখনো হামাসের কাছে অর্ধশত জিম্মি আছে বলে দাবি করছে ইসরাইল। প্রায় ৭০ জন বন্দিকে হত্যার করার খবরও এসেছে।

ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনে নারী ও শিশুসহ নিহত ছাড়িয়েছে ৪২ হাজার। আহত আরও প্রায় ১ লাখ বাসিন্দা। নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে প্রাণ হারিয়েছেন ১১শ' ইসরাইলি। আহত সাড়ে ৮ হাজারের বেশি।

ইসরাইলি হামলা থেকে বাদ যায়নি আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকার অর্ধেকের বেশি ভবন ও স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে ২৩ লাখ গাজাবাসী।

গাজা উপত্যকার সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা ফিলিস্তিনে। ইসরাইলি আগ্রাসন ক্রমেই বিস্তৃতি পায় গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে। বাদ যায়নি দেইর আল বালাহর শরণার্থী শিবির ও কৃষিজমিসহ খান ইউনিস শহর। সংঘাত চলে ইসরাইল-ফিলিস্তিনের সীমান্তবর্তী রাফা অঞ্চলেও।

চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২৮ জন সংবাদ কর্মী। এদের মধ্যে ১২৩ জনই ফিলিস্তিনের। বাকিদের মধ্যে ২ জন ইসরাইলি ও ৩ জন লেবাননের। এছাড়া আহত হয়েছে ৩৫ জন। নিখোঁজ ও গ্রেপ্তার হয়েছেন ৭০ জনের বেশি সাংবাদিক।

ইসরাইল-ফিলিস্তিনি যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে। ছায়াযুদ্ধে জড়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরান। গত এক বছরে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে ১৩০টি আক্রমণ চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ইসরাইল ভূখণ্ডে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সম্প্রতি লেবাননে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে মারা গেছে ২ হাজারের বেশি মানুষ।

জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তার আহ্বান জানিয়ে আসছে বারবার। তবে কারও কথাই কানে তোলেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের এক বছরেও কোনো সমাধান আসেনি। যুদ্ধ বন্ধ করতে আন্দোলন বিক্ষোভে নামে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ মানুষ।