এশিয়া
বিদেশে এখন
0

রাজকীয় অনুমোদন পেলেন নতুন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের রাজার কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। এর মাধ্যমে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার রেকর্ড গড়লেন ৩৭ বছর বয়সী এই রাজনীতিবিদ।

রোববার থাইল্যান্ডের ঐতিহ্যবাহী রাজকীয় অনুমোদন অনুষ্ঠানে অংশ নেন পেতংতার্ন। প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেয়ায় থাই রাজা মাহা ভাজিরালংকর্নকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, তার জীবনের সবচেয়ে সম্মানের দিন ছিলো এটি। দেশের উন্নয়নে আগামী তিন বছর সব দলের আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে অপসারণ করেন সাংবিধানিক আদালত। এর পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে ভোটাভুটিতে নির্বাচিত হন পেতংতার্ন সিনাওয়াত্রা।

এদিকে প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রাসহ সাড়ে ৭ হাজার বন্দিকে রাজ ক্ষমার অন্তর্ভুক্ত করেছেন থাইল্যান্ডের রাজা। সামরিক অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় আটকে ২০০৮ সালে ১৫ বছরের জন্য সেচ্ছানির্বাসনে ছিলেন থাকসিন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর